Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মুকুন্দপুর

এক নজরে ১নং মুকুন্দপুর ইউনিয়ন 

বিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী সব ধরনের সবজী চাষের অঞ্চল  মুকুন্দপুর ইউনিয়ন ।কাল পরিক্রমায়, সরকার ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, স্থানীয গণ্যমান্য ব্যক্তির সহযোগীতায় আজ মুকুন্দপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সুউজ্জ্বল।

ক) নাম – ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – (৩৩.৪৫৭ বর্গ কিঃ মিঃ)প্রায়

গ) লোকসংখ্যা – ১৯,৭১১জন (প্রায়)

ঘ) গ্রামের সংখ্যা – ৩১টি।

ঙ) মৌজার সংখ্যা – ১৪টি।

চ) হাট/বাজার সংখ্যা -১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – অটো/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৫.০৬%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,   

   অন্যান্য প্রাথমিক বিদ্যালয়- ০৩টি

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

    মাদ্রাসাও এতিমখানা - ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মো: সাইফুল ইসলাম

ঞ) মোট আবাদী জমির পরিমান-১৪০০ হেক্টর

চ) পতিত

গ্রাম সমূহের নাম –

            

১। ভেলারপাড়া

 

২। চকদূর্গা

 

৩। বিশ্বনাথপুর

 

৪। রামশাপুর

 

৫। পলিরামকৃষ্ণপুর

 

৬। পলিগঙ্গাপুর

 

৭। চিরিপাড়

 

৮। বুজরুকগঙ্গাপুর

 

৯। জগদীশপুর

 

১০। বেড়াখাই

 

১১। হাবিবপুর(আড়াপাড়া)

 

১২। বাদমৌকা

 

১৩। নাপিতপাড়া

 

১৪। ইসলামপাড়া

 

১৫। পটুয়াকোল

 

১৬। মল্লিকপুর

 

১৭।মুকুন্দপুর

 

১৮। জামাদারপাড়া

 

১৯। তুরিপাড়া(শিংপাড়া)

 

২০। ফকিরপাড়া

 

২১। বালুপাড়া

 

২২। রানীবাজার

 

২৩।বৈরাগীপাড়া

 

২৪। কেশবপুর

 

২৫। পলিখাঁপুর

 

 

২৬। খামারপাড়া

 

২৭। পারভবানীপুর

 

২৮। পারগোবিন্দপুর

 

২৯। দক্ষিণ মুকুন্দপুর

 

৩০। কেশবপুর ছুতারপাড়া

 

৩১। পলিখাঁপুর মুচিপাড়া

 

ছ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – দফাদার ১জন, ৮জন মহল্লাদার আছে।

                   ১টি পদ শূন্য আছে।