অত্র ঐতিহ্যবাহী প্রাচীণ মুকুন্দপুর ফাযিল স্নাতক মাদরাসা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন ১নং মুকুন্দপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্রে বিরামপুর-কাটলা পাকা রাস্তার পার্শ্বেই মনোরম পরিবেশে অবস্থিত। ০৩ টি দ্বিতল পাকা ভবন এবং ০২টি আধা-পাকা ভবন রয়েছে। মোট শিক্ষার্থীর সংখ্যা ৬০১ জন। কর্মরত শিক্ষক শিক্ষিকার সংখ্যা ২৪ জন এবং কর্মচারীর সংখ্যা ০৬ জন। পদ শূন্য রয়েছে শিক্ষক ০৩ জন ও কর্মচারী ০১ জন। কমিটির ধরন: ১৩ সদস্য বিশিষ্ট গভর্নিং বডি। ছাত্রদের জন্য ০২টি, ছাত্রীদের জন্য ০২টি এবং শিক্ষকগনের জন্য ০২টি স্বাস্থ্য সম্মত পাকা শৌচাগার রয়েছে। বিশুদ্ধ পানীয়জলের এবং সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে। বিজ্ঞানাগারসহ সমৃদ্ধশালী পাঠাগার রয়েছে। ৯ম শ্রেণী থেকে কম্পিউটার ও বিজ্ঞানসহ আলিম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষা চালু আছে। বার্ষিক ক্রীড়া ও সাংকৃতিক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠানের ব্যবস্থা আছে। সম্পদ: মাদরাসার ১৮.০০ একর নিজস্ব জমি আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS